সিলেট

কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত, তীরবর্তী জনপদে আতংক

জগন্নাথপুর প্রতিনিধি-পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গত কয়েকদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন বানবাসী মানুষ। এরই মধ্যে দুই দিন আগে সুরমা কুশিয়ারা ও ভারতের বরাক নদীর মিলে তিন নদীর মোহনায় কুশিয়ারা নদীর ডাইক ভেঙে নতুন করে বন্যা কবলিত হচ্ছে নিম্নাঞ্চল।

সিলেট বিভাগের দ্বিতীয় বৃহত্তর কুশিয়ারা নদীর পানি উৎপত্তি স্থলের এলাকা কয়েকদিন আগেই বিপদ সীমা অতিক্রম করেছে। পানি বৃদ্ধির ধারাবাহিকতায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দী, পাইলগাঁও ও রানীগঞ্জ ইউনিয়নের কুশিয়ারা নদীর তীরবর্তী জনপদে বিপদ সীমার কাছাকাছি অবস্থান করছে কুশিয়ারা নদীর পানি। কুশিয়ারা নদীর দুইপাড়ে দীর্ঘ এলাকা জুড়ে বন্যা নিয়ন্ত্রণ বেড়ীবাঁধ থাকায় নদীর পানি এখনো প্রবেশ করতে পারেনি। এখন পর্যন্ত বেড়ীবাঁধের কোথাও ১ফুট কোথাও এর চেয়ে কম নিছে নদীর পানি অবস্থান করছে।

তবে বেড়ীবাঁধের বিভিন্ন স্থানে ভাঙ্গার সম্ভাবনা রয়েছে। এরমধ্যে পাইলগাঁও ইউনিয়নের খানপুর গ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একপাশ ধ্বসে পড়ছে। গ্রামবাসী সেচ্ছাশ্রমে ধ্বসে পড়া বাঁধের অংশ মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরকার হাওর রক্ষা বাঁধ হিসেবে উপরোক্ত বেড়ীবাঁধ প্রতিবছর সংস্কার করলেও নামমাত্র মাটি ফলে দায়সারা হয়ে যায়। ফলে প্রতিবছর এসব বাঁধ ভাঙ্গার ঝুঁকি রয়ে যায়। বিগত ২০২১ সালে খানপুর গ্রামের নিকটে পাউবো বাঁধে নিয়মরক্ষার কাজ করে। বেড়ীবাঁধের উচ্চতা কম থাকায় এলাকাবাসীর উদ্যোগে ও অর্থায়নে আবারও মাটি ফেলে বাঁধ উঁচু করা হয়।

এদিকে বেড়ীবাঁধের বাহিরে থাকা অনেক পরিবারই এখন পানি বন্দি। তবে নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বেড়ীবাঁধের উপর দিয়ে পানি প্রবেশ করে প্লাবিত হয়ে তীরবর্তী এলাকা বন্যা কবলিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কুশিয়ারা নদীর দক্ষিণ পাড়ে বেড়ীবাঁধ একাধিক স্থানে ঝুঁকিপূর্ণ রয়েছে। বাঁধ ভাঙ্গলে ৩০টিরও বেশি গ্রাম বন্যা কবলিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও বন্যাদুর্গত মানুষের মাঝে শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন বিতরণ করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজিদুর ইসলামের নেতৃত্বে ১ম দফা চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান মো. বকুল মিয়া সহ পরিষদের সদস্য নিয়ে শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন বিতরণ করেন। ২য় দফা রানীগঞ্জ ইউনিয়নে কুশিয়ারা নদীর তীরবর্তী জনপদে শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন বিতরণ করা হয়। এ সময় রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মো. সুন্দর আলী, পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম সহ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

Back to top button