সুনামগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ
নিউজ ডেস্কঃ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশহিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জ ছাত্রদল।
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক হত্যার হুমকি এবং কুরুচিপূর্ণ বক্তব্য করার প্রতিবাদে ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের উপর পুলিশি হামলা-মামলা এবং ছাত্রদল নেতা জাসানকে গুম করার অপচেষ্টা ও সারাদেশে সাড়াশি গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে সুনামগঞ্জ জেলা ছাত্রদল।
সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব তারেক মিয়ার নেতৃত্বে ২৩ মে সকাল ১১ টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাসষ্ট্যান্ড কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্হানে এসে শেষ হয়। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।