ওসমানী হাসপাতা’লের জরুরী বিভাগের সামনে এম্বুলেন্স চাপায় বৃদ্ধ নি’হত

টাইমস ডেস্কঃ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সামনে এম্বুলেন্স চাপায় এক বৃদ্ধ নি’হত হয়েছেন। সোমবার (২৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে। নি’হত আব্দুল মালিকের বাড়ি মৌলভীবাজারে।
ওসমানী হাসপাতাল ফাঁড়ি পু’লিশ সূত্রে জানা যায়, দুপুর ২ টার দিকে হাসপাতা’লের জরুরী বিভাগের সামনে পার্কিং করার সময় আব্দুল মালিককে চাপা দেয় একটি বেসরকারি প্রতিষ্ঠানের এম্বুলেন্স। সাথে সাথে জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃ’ত ঘোষণা করেন।
ওসমানী হাসপাতা’লের জরুরী বিভাগের সমন্বয়ক ডা কায়সার খোকন বলেন, আমাদের এখানে আসার আগেই আব্দুল মালিক মা’রা যান। তিনি মা’থায় আ’ঘাতপ্রাপ্ত হয়েছেন।
এদিকে, হাসপাতা’লের একাধিক চিকিৎসক জানান, হাসপাতাল চত্বরের ভেতরে সবসময় বেসরকারি এম্বুলেন্স ভিড় করে থাকে। তাদের কারণে রোগীদেরও দুর্ভোগ পোহাতে হয়। এসব এম্বুলেন্সের অদক্ষ চালকরা হাসপাতাল চত্বরেও বেপরোয়া গতিতে গাড়ি চালায়।
সিলেট মহানগর পু’লিশের অ’তিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, পু’লিশ এম্বুলেন্সটি আ’ট’ক করেছে। তবে তার চালক সজিব আহম’দ পালিয়ে গেছেন। তাকে আ’ট’কের চেষ্টা চলছে।
এদিকে ওসমানী হাসপাতাল ফাঁড়ি পু’লিশ সূত্রে জানা যায়, সজিব আহম’দ এম্বুলেন্সটির চালকের সহকারি। সে চালকের অনুপস্থিতিতে এম্বুলেন্সটি চালাচ্ছিলেন।