সিলেট জেলার সেরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিয়ানীবাজারের কনক
বিজ্ঞপ্তিঃ বিয়ানীবাজার পৌরসভার দক্ষিন নয়াগ্রামের ডাঃ কালীপদ কর এর বড় ছেলে কনক কান্তি কর উনার সততা, কর্মনিষ্ঠা, দায়িত্বশীলতা ও সময়ানুবর্তিতার কারনে ভূমি মন্ত্রণালয় কর্তৃক সিলেট জেলার সেরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।
গত রবিবার (২২মে) জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলন কক্ষে মান্যবর বিভাগীয় কমিশনার জনাব ড. মোশারফ হোসেন (অতিরিক্ত সচিব) এর নিকট হতে পুরস্কার স্বরূপ ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব খলিলুর রহমান যুগ্ম সচিব, ভূমি মন্ত্রণালয়, জনাব জাকারিয়া অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), সিলেট জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মুজিবুর রহমান সহ প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্দ। কনক কান্তি কর সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় দায়িত্বরত।
তার এ অর্জনে যেসকল উর্দ্ধতন কর্মকর্তা, সহকর্মী, বন্ধু ও সজ্জ্বন ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়ে অনুপ্রাণিত ও উৎসাহ প্রদান করেছেন তাদের সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।