বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার পৌরসভায় বাতিলকৃত ৪ মেয়র ও ২১ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন আপিলে বৈধ

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনের যাছাই বাছাই বাতিলকৃত ৪ মেয়র প্রার্থী ও ২১ সাধারন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন আপিলে বৈধতা পেলো।

৪ মেয়র ও ২১ কাউন্সিলর প্রার্থী জেলা প্রশাসক কার্যালয়ে আপিল শুনানি শেষে বৈধতা ফিরে পেয়েছেন। মনোনয়ন অবৈধ হওয়া প্রার্থীরা জেলা প্রশাসক বরাবর ১৯ মে আপিল করেন। আজ সোমবার সকাল ১১টায় শুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শুনানি শেষে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন।

মনোনয়ন বৈধ হওয়া মেয়র প্রার্থীরা হলেন আব্দুস সবুর, আহবাব হোসেন সাজু, অজি উদ্দিন ও মাসুক উদ্দিন।

বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন আগামী ১৫ জুন ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেয়া হবে ২৭ মে।

Back to top button