নবীগঞ্জে নেশাগ্রস্থ হয়ে মা-বাবাকে মারধোর ছেলের ১ বছরের কারাদন্ড
নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জে নেশাগ্রস্থ হয়ে মা-বাবাকে মারধোর করার অভিযোগে মানিক মিয়া (২৫) নামে এক ছেলেকে ১ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ দন্ডাদেশ প্রদান করেন। মানিক মিয়া উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল হায়দরঘাট গ্রামের সাজিদ মিয়ার পুত্র।
সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ জানান, মানিক মিয়া নামে ওই যুবক তার মা-বাবাকে নেশাগ্রস্থ হয়ে প্রায়ই মারধোর করে। এছাড়াও এলাকার জনসাধারণের সাথে অসংলগ্ন অশুভ আচরণ করে। এরই প্রেক্ষিতে তার মা-বাবা বিরক্ত হয়ে একটি অভিযোগ দায়ের করে। পরে অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মানিককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন এএসআই রুবেল আহমেদের নেতৃত্বে একদল পুলিশ।