সিলেট

সিলেট নগরীতে স্বস্তি, গ্রামাঞ্চলে বাড়ছে পানি

নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের নগরীতে কমছে পানি, স্বস্তি ফিরেছে মানুষের মধ্যে তবে সিলেটের অনেক উপজেলার নিম্নাঞ্চল এখোনো রয়েছে পানির নিচে। আবহাওয়া অফিস ও পানি উন্নয়ন বোর্ড সুত্র নিশ্চিত করেছে, টানা বৃষ্টিপাত কমে আসায় পানি কমে আসছে। এমন খবরে স্বস্তিতে রয়েছেন নগরবাসী।

তবে পানি কমে আসলেও দূর্ভোগে নগরবাসী কিছু কিছু এলাকায় পানিতে ভেসে ময়লা আবর্জনার গন্ধে এখোনো চলাফেরা অনেকটা কঠিন হয়ে পড়ছে। বাসাবাড়িতেও এই দূর্ভোগ পোহাতে হয় মানুষজনের।

এছাড়াও অনেক এলাকার নিচতলায় দোকান থাকা ব্যবসায়ীরা এখোনো রয়েছেন বিপাকে। ব্যবসা প্রতিষ্ঠান খুলে এখোনো বসতে পারছেন না, অনেকেই হয়েছেন ক্ষতিগ্রস্থ, এ ক্ষতি পুষিয়ে উঠা হয়ে উঠবে কষ্টকর, সাথে থাকবে অনেক দূর্ভোগ

তবে নগরী থেকে পানি আস্তে আস্তে নেমে গেলেও সিলেটের প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারায় পানির উচ্চতা এখোনো বিপদসীমার উপর দিয়ে বইছে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘন্টায় ১৩ সেন্টিমিটার কমেছে। যদি বৃষ্টিপাত কমে আসে তাহলে সেটিও কমে আসবে।

এদিকে, শহরের দিকে পানি কমে গেলেও সিলেটের বিভিন্ন উপজেলার বন্যা পরিস্থিতি রয়েছে স্থিতিশীল। শুকনো খাবার ও সুপেয় পানির অভাব রয়েছে প্রায় সব উপজেলায়। স্থানীয় জনপ্রতিনিধিরা সরকারি ত্রানের পাশাপাশি বিত্তবানদের ব্যাক্তিগত ত্রান নিয়ে ছুটছেন বন্যার্থদের সাহায্যার্থে।
দুর্যোগ মোকাবেলায় সবাই একে অপরের পাশে দাড়ালে যেকোনো দুর্যোগ মোকাবেলা সহজ হয় যা আগে আমরা করে দেখিয়েছি।

Back to top button