সিলেট

সিলেট নগরী থেকে কমছে পানি, জনমনে স্বস্তি

নিজস্ব প্রতিবেদকঃ সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে হওয়া বন্যার ব্যাপারে স্বস্তির খবর জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টি কমে আসায় পানি কমতে শুরু করেছে, একারনে নগরীর বিভিন্ন রাস্তা থেকে পানি কমছে।

সিলেট আবহাওয়া অফিস ও সিলেট পানি উন্নয়ন বোর্ড অফিস সূত্র জানায়, সিলেটে গতকাল সন্ধ্যা থেকে বন্যার পানি কমতে শুরু করেছে। আজও পানি কমা অব্যাহত আছে।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম নিলয় পাশা সিলেটের স্থানীয় এক গনমাধ্যমকে জানান, ‘সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘন্টায় ১৩ সেন্টিমিটার কমেছে। এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশা করছি।’

তিনি বলেন, ‘বৃষ্টির পরিমাণ কমে এসেছে। কয়েকদিন ধরে মেঘালয়ের চেরাপুঞ্জিতে আড়াইশ থেকে তিনশ মিলিমিটার বৃষ্টি হচ্ছিল, সেখানে গতকাল হয়েছে মাত্র ২৫ মিলিমিটার।’

পানি কমার খবরে স্বস্তিতে রয়েছে সিলেটবাসী, বিশেষ করে নগরে যারা বসবাস করেন তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। কারন বিগত কয়েক দিনের বৃষ্টিতে ও পাহাড়ি ঢলের পানিতে শুধু রাস্তা ডুবেনি ডুবেছে অনেক বাসা বাড়ির নিচতলা। এসময় নগরবাসীকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে।

Back to top button