সুনামগঞ্জে পানির স্রোতে ভেঙে পড়ল সেতু
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এদিকে বানের পানির স্রোতে ভেঙে গেছে দোয়ারাবাজার উপজেলার দোয়ালিয়ায় একটি সেতু। পানির স্রোতে মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যায় সেতুর পিলার ও সংযোগ সড়ক।
বৃহস্পতিবার (১৯ মে ) প্রবল পানির চাপে হঠাৎ করেই ধসে যায় দোয়াবাজার-ছাতক সড়কের মধ্যাকার দোহালিয়া ইউনিয়নের বিয়ানিবাজারের এই সেতুটি। এতে জেলা সদরের সঙ্গে দোয়ারাবাজার ও ছাতক উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ছাড়াও অধিকাংশ গ্রামীণ রাস্তাঘাটে কোমর ও বুক সমান পানি থাকায় জেলা ও উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সুনামগঞ্জে বন্যার অবনতি হয়েছে। জেলার ১২টি উপজেলার মধ্যে বানের স্রোতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দোয়ারাবাজার ও ছাতক।
দোয়ারাবাজার উপজেলার স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় আট বছর আগে সুনামগঞ্জ সদর ও ছাতক উপজেলার মধ্যে যোগাযোগের জন্য এই সেতুটি নির্মাণ করা হয়। প্রতিদিন হাজার হাজার মানুষ এই সেতু দিয়ে চলাচল করতেন। এবারের ঢলের পানিতে এটি পুরোপুরি ভেঙে গেছে। সদরের সঙ্গে ছাতকের যান চলাচল বন্ধ হয়ে গেছে।
এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলার রামপুর গ্রামের ফারুক আহমেদ বলেন, ‘গত তিন দিন যাবৎ আমাদের গ্রামের রাস্তায় কোমর পানি। নৌকা ছাড়া বাইর হওয়ার কোনো সুযোগ নাই। বাড়ির ভেতরেও পানি। আমি সিলেট যাইতাম জরুরি কাজে। আজ অনেক কষ্টে বাড়ি থেকে হেটে হেটে এই সেতু পর্যন্ত আসলাম। এসে দেখি সেতু ভাঙ্গা। তাই জরুরি কাজ থাকা সত্ত্বেও যাইতাম পারতাছি না।’
এ ব্যাপারে সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম বলেন, বন্যায় পানির স্রোতে সেতুটি ভেঙে গেছে। আমাদের মানুষ পরিদর্শন করে আসছে। তবে এখনই বলতে পারব না, এটা মেরামত করা হবে নাকি নতুন করে তৈরি করতে হবে। পানি কমার পর যা ব্যবস্থা নেওয়া লাগে সেটিই করব।