সুনামগঞ্জ

সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির চরম অবনতি, দূর্ভোগে মানুষ

ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পহাড়ি ঢলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে হাওরের জেলা সুনামগঞ্জে। এই জেলার নিম্নাঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে, শিক্ষাঙ্গন, মসজিদসহ কবরস্থান প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি ও ভোগান্তি পোহাতে হচ্ছে। রাস্তাঘাটের পাশাপাশি বাসা-বাড়িতে পানি ঢুকে পড়ায় দুর্ভোগ আরও বেড়েছে। অনেক জায়গায় চুলা-নলকূপও ডুবেছে। ক্রমে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। বন্যায় পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে জেলার অর্ধ লক্ষাধিক মানুষ।

আজ বুধবার ( ১৮ মে ) বিকাল ৫টা পর্যন্ত সুনামগঞ্জের প্রধান নদী সুরমাসহ, যাদুকাটা, কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড ( পাউবো) জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পানি বেড়েছে। বিকাল থেকে রাত পর্যন্ত পানি স্থির হয়ে ছিল। আজ সন্ধ্যা ৬টায় সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে ছাতকে সুরমা নদীর পানি বিপদসীমার ১০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টা ভারতের মেঘালয়, আসাম সীমান্তে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে সুনামগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

অপরদিকে বন্যার পানি সড়কে উঠে যাওয়ায় জেলার তাহিরপুর-বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ এবং সুনামগঞ্জ -হালুয়াঘাট-মঙ্গলকাটা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সিলেট-ছাতক-সুনামগঞ্জ সড়কে পানি উঠায় যান চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়েছে যাত্রীদের।

অপরদিকে সুনামগঞ্জ পৌরশহরের মধ্যবাজার, লঞ্চঘাট, উকিলপাড়া, ষোলঘর, নবীনগর, বড়পাড়া, তেঘরিয়া পয়েন্ট দিয়ে পানি প্রবেশ করে ভোগান্তিতে রয়েছেন পৌরবাসী।

এ ছাড়াও ভারি বর্ষণ এবং উজানের ঢলে সুনামগঞ্জ জেলার ছাতক ও দোয়ারাবাজার উপজেলার সুরমা, দোহালিয়া, দোয়ারাবাজার সদর ও ছাতকের ইসলামপুর, নোয়ারাই, সিংচাপইর, উত্তর খুরমা, ছাতক সদরসহ ১০টি ইউনিয়নে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।

দোয়ারাবাজার উপজেলার ৩টি ইউনিয়নের এক হাজার ২০০ পরিবার এবং এক হাজার গবাদি পশু। ছাতক উপজেলার ৭টি ইউনিয়নের ছয় হাজার পরিবার ও চার হাজার গবাদিপশু পানিবন্দি অবস্থায় রয়েছে। দুইটি উপজেলায় ২টি আশ্রয় কেন্দ্রে শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে।

তা ছাড়াও পাহাড়ি ঢলে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার নিচু এলাকার সড়কগুলো ডুবে যাওয়া সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা সাফিউদ্দিন ঢাকা প্রকাশকে বলেন, ছাতকের বিভিন্ন এলাকার বাড়িঘর ও রাস্তাঘাটে বন্যায় প্লাবিত। পানিবন্দি মানুষ ডুবে যাওয়া কাঁচা বাড়িঘর ও গৃহপালিত পশু নিয়ে বিপাকে পড়েছেন। বন্যায় পুকুরের মাছ ঘরবাড়ি সব ভাসিয়ে নিয়ে গেছে। অনেক গ্রামের ঘরবাড়ি পানিতে ডুবে আছে।

সুনামগঞ্জ সদর উপজেলার বাসিন্দা শামীম মিয়া নামে আরেক স্থানীয় বাসিন্দা বলেন, আমার ঘরে পানি ঢুকেছে। কোনোভাবে খাটের উপরে বাচ্চাদের নিয়ে আছি। রাস্তাঘাট ডুবে গেছে, বাড়ির রাস্তায় কোমর পানি। যেভাবে পানি বাড়ছে মনে হচ্ছে রাতের মধ্যে পানি ঘর ছেড়ে ছেলে-মেয়ে নিয়ে নিরাপদ কোথাও যেতে হবে।

এদিকে পানিবন্দি মানুষ ত্রাণ সহায়তা থেকেও বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ করেছেন জেলার একাধিক বাসিন্দা। সুনামগঞ্জের জাউয়াবাজার এলাকার বাসিন্দা মঞ্জর দাস ঢাকাপ্রকাশকে বলেন, গত দুই দিন থেকে আমার ঘরে বন্যার পানি, ঘরের সব কিছু পানির নিচে চলে গেছে, খাবারের কিছুই নেই। হাতেও টাকা নেই যে বাজার থেকে কিছু কিনে এনে বাচ্চাদের সামনে দিব আর নিজে কিচ্ছু খাব। আমি নিরুপায় হয়ে আছি। সরকার থেকেও কোনো সহযোগিতা পাচ্ছি না। মেম্বার-চেয়ারম্যানরা আমাদের দুঃখে থাকে না, তারা শুধু তাদের দরকারের সময় বাফ চাচা ডাকে। আমাদের আল্লাহ ছাড়া আর কেউ নাই।

এ ব্যাপারে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম বলেন, উজানে বৃষ্টিপাত হলে পানি বাড়বে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় উজানে মেঘালয়, আসাম এবং হিমালয় প্রদেশে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ঢাকা প্রকাশকে বলেন, পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিতে সুনামগঞ্জে সুরমা নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি মানুষের জন্য ১৫ মেট্রিক টন চাল ও ২ লাখ ৫০ হাজার টাকা ও শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ৫টি উপজেলা বন্যায় আক্রান্ত হয়েছে। বন্যা মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি রয়েছে।

Back to top button