মৌলভীবাজারজুড়ী

জুড়ীতে নিউ মিনিষ্টার হোটেলে খাবারে পোকা, ভোক্তা অধিকারের জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার নিউ মিনিষ্টার হোটেলে খাবারের সাথে পোকা পাওয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তর জরিমানা আদায় করেছে। বুধবার (১৮ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল আমিন অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। উক্ত অভিযানে র‌্যাব-৯ ফোর্সের সদস্যগণ সহযোগিতায় করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ মৌলভীবাজার জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর ভাবে খাদ্য পরিবেশন ও খাদ্যের মধ্যে পোকা পাওয়ায় মো. শাকিল আকন্দের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা চত্বরে অবস্থিত নিউ মিনিষ্টার রেষ্টুরেন্টকে ১৪ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয় এবং আইন অনুসারে ২৫% ৩ হাজার ৫শ টাকা তাৎক্ষণিক অভিযোগকারীকে প্রদান করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল আমিন বলেন, জনস্বার্থে ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Back to top button