বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি, ৪ ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ
নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় মানুষের ঝুকি বিবেচনায় শেওলা সাবস্টেশনের অন্তর্ভুক্ত চার ইউনিয়নের অতিরিক্ত ঝুকিপূর্ন এলাকায় রাত থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকা ৪ ইউনিয়ন হলো আলীনগর, চারখাই, দুবাগ ও শেওলা।
পল্লী বিদ্যুতের একটি সুত্র জানায়, শেওলা সাবস্টেশন পানিতে তলিয়ে যাওয়া, পানিবন্দি বিভিন্ন এলাকার পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বিদ্যুৎ লাইনের সাথে সংযোগ স্থাপনে অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়াতে এই সিন্ধান্ত নেয়া হয়েছে বলে এই সুত্র নিশ্চিত করে।
এব্যাপারে সত্যতা নিশ্চিতে বিয়ানীবাজার পল্লী বিদ্যুতের ডিজিম ভজন কুমার ভর্মনের ফোনে বারবার কল দিয়ে তা বন্ধ পাওয়া যায়।