কানাইঘাটে নদী পারাপারের সময় নৌকাডুবিতে এক ব্যবসায়ী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ মে) বিকেল পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
জানা যায়, গত সোমবার রাত ১০টার দিকে সিলেটের কানাইঘাট উপজেলার মমতাজগঞ্জ বাজারের ব্যবসায়ী হাবিবুর রহমানসহ চারজন নৌকায় করে মমতাজগঞ্জে সুরমা নদী পার হচ্ছিলেন। এসময় প্রবল স্রোতের কবলে পড়ে নৌকা ডুবে গেলে বাকি তিনজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও হাবিবুর রহমান (৫১) নিখোঁজ হন। তিনি কানাইঘাট উপজেলার নক্তিপাড়া গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে।