সিলেট

সিলেট পরিদর্শনে ছুটে আসছেন পররাষ্ট্রমন্ত্রী

টাইমস ডেস্কঃ সিলেটে বন্যা পরিস্থিতির খবরে বিচলিত পররাষ্ট্রমন্ত্রী। এ অবস্থায় বন্যাকবলিত এলাকা- নিজ জন্মভূমি পরিদর্শনে ঢাকা থেকে ছুটে আসছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন।

আগামীকাল বুধবার (১৮ মে) দুপুর ১২টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন তিনি।

বিমানবন্দর থেকে মন্ত্রী সরাসরি চলে যাবেন সিলেট সদর উপজেলার বন্যা দুর্গত এলাকায়। সদর উপজেলা ছাড়াও বন্যাকবলিত সিলেটের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন পররাষ্ট্রমন্ত্রী। পরিদর্শনকালে তিনি বন্যার্তদের মাঝে ত্রাণও বিতরণ করবেন।

পরে রাত ৮টা ২০ মিনিটের সময় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ছাড়বেন ড. এ কে আব্দুল মোমেন।

Back to top button