মনোনয়ন প্রত্যাহার না করলে আজীবনের জন্য আওয়ামী লীগের দরজা বন্ধ- বিদ্রোহীদের নাসির খান
মহসিন রনি: বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী দুই প্রার্থীর বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান। আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থীকে এখনো মনোনয়ন প্রত্যাহার করার আহবান জানিয়ে বলেন, এ সময় তিনি আরো বলেন, ছাত্র রাজনীতি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য আমরা রাজ পথে রয়েছি বয়স পঞ্চাশের উপরে চলে গেছে আজ পর্যন্ত কোনো নির্বাচন করিনি। সব সময় দলের সিদ্ধান্ত মেনে নিয়েছি। বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে যারা নৌকার মনোনয়ন পাননি তারা অবশ্যই ত্যাগী দলের জন্য তারা ত্যাগ শিকার করেছেন এটা অস্বীকার করার অবকাশ করার সুযোগ নেই। তবে আমাদের নেত্রীর সিদ্ধান্ত মেনে নিয়ে কাজ করতে হবে। আমি টিটু ও ফারুককে আহবান করবো মনোনয়ন প্রত্যাহার করার জন্য, তারা আমার রাজনীতিক কর্মী।
এদিকে মনোনয়ন জমা দেয়ার শেষ দিনের তথ্য মতে মনোনয়ন জমা দিয়েছেন বিয়ানীবাজার পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ১২ জন মেয়র পদপ্রার্থী। যার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল কুদ্দুস টিটু ও ফারুকুল হক সহ ১০ জন প্রার্থী।
উল্লেখ্য,বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।