জেলা নেতৃবৃন্দকে নিয়ে মনোনয়ন জমা দিলেন নৌকার মাঝি শুকুর
নিজস্ব প্রতিবেদক : বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র আব্দুস শুকুর মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দের উপস্থিতিতে তিনি তার মনোনয়ন পত্র জমা দেন। এ সময় জেলা উপজেলা ও পৌর আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন জমা দেয়া শেষে বর্তমান মেয়র আব্দুস শুকুর বলেন, আমি আমার নেত্রীর নির্দেশে বিগত পাঁচ বছরে আপনাদের পাশে ছিলাম। করোনাকালীন সময়ে নিজরে সর্বোচ্চটা দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। পৌরসভার দৃশমান উন্নয়ন করে চেষ্টা করছি সকল কাজ সমাপ্ত করার। আমি কখনোই আমার দলের ভাবমূর্তি নষ্ট হোক এমন কোনো কাজ করিনি। নেত্রী আমাকে এবারো নৌকার মনোনয়ন দিয়েছেন আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।
উল্লেখ্য, আগামী ১৫ জন অনুষ্ঠিত হবে বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন। এর আগে ২০১৭ সালের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী আব্দুস শুকুর বিজয় লাভ করেন।