বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজার পৌর নির্বাচন, মেয়র পদে মনোনয়ন জমা দিলেন সাবেক পৌর প্রশাসক তফজ্জুল হোসেন
নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে শেষ দিনে মনোনয়ন পত্র জমা দিলেন সতন্ত্র মেয়র পদপ্রার্থী ও সাবেক পৌর প্রশাসক তফজ্জুল হোসেন। আজ মঙ্গলবার (১৭ মে) বিয়ানীবাজার উপজেলা নির্বাচন অফিসে আচরণ বিধী মেনে সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে তিনি এ মনোনয়ন পত্র জমা দেন।
এ সময় সাবেক এ পৌর প্রশাসক সাংবাদিকদের বলেন, আমি দীর্ঘ দিন জনগণের সেবা করেছি। আমি জনগণের সেবাকে ইবাদত মনে করি। দীর্ঘ দিন পৌর প্রশাসক ছিলাম কোনোদিন কেউ আমার কাছ থেকে ফিরে যায়নি। অনেক কাজ আমি শেষ পর্যায়ে নিয়ে এসেছিলাম কিন্তু সুযোগ পাই নি। পৌরসভায় এখনো অনেক কাজ অসম্পূর্ণ যেগুলো আমি সম্পুর্ন করতে চাই। সকলের কাছে আমি দোয়া প্রার্থী।
উল্লেখ্য, আগামী ১৫ জন অনুষ্ঠিত হবে বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন। এর আগে ২০১৭ সালের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী আব্দুস শুকুর বিজয় লাভ করেন।