জকিগঞ্জ প্রতিনিধিঃ ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জকিগঞ্জে সুরমা নদীর ভাঙনে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
সোমবার সরেজমিনে নদী ভাঙন দেখতে আসেন জকিগঞ্জ কানাইঘাট আসনের এমপি হাফিজ আহমদ মজুমদার। তিনি কাজলসার ও মানিকপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেন।
তাদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন সুরমা নদীতে পানি হ্রাস পেলে ভেঙে যাওয়া বেড়িবাঁধ গুলো মেরামত করতে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেন।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, কানাইঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মুমিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পল্লব হোম দাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন সহ জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা সহ অনেকেই উপস্থিত ছিলেন।