সিলেট

আখালিয়ায় ট্রাক চাপায় যুবক নিহত, সড়ক অবরোধ

টাইমস ডেস্কঃ সিলেট নগরের আখালিয়া বেপোরোয়া ট্রাকের পাপায় এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম ফয়জুর রহমান। তিনি আম্বারখানার কাপড়ের ব্যবসায়ী।

রোববার রাত ১১ টার দিকে আখালিয়া আনসার ভিডিপির ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আখালিয়ার দিকে হেঁটে যাচ্ছিলেন ফয়জুর। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপে দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ঘটনার পর বিক্ষোব্দ এলাকাবাসী ট্রাকটি আটক করে ভাংচুর করে এবং সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে।

ঘটনাস্থল থেকে সমাজকর্মী শাহ সিকান্দার শাকির রাত ১২টায় বলেন, এলাকাবাসী এখনও সড়ক অবরোধ করে রেখেছে। কিছুক্ষণ আগে পুলিশ ঘটনাস্থলে এসেছে।

এ ব্যাপারে কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।

Back to top button