সিলেট
সিলেটে গাজা কারবারি গ্রেফতার
সিলেটঃ সিলেটে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ।
তার নাম মো. সোহাগ (২২)। তিনি হবিগঞ্জের বানিয়াচং থানার রহমতপুর গ্রামের মৃত দুলালের ছেলে।
রোববার ( ১৫ মে ) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালনি ছড়া চা বাগানের শ্রী শ্রী দূর্গামন্দিরের পেছনের একটি দোকানের সামনা থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। জব্দকৃত গাঁজার বাজারমূল্য ৪০ হাজার টাকা।
এ ব্যাপারে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।