হবিগঞ্জ

ল্যাতিন আমেরিকা বক্সিংয়ে টপ অফ দ্য বাংলাদেশ বানিয়াচংয়ের শিমুল

টাইমস ডেস্কঃ টপ অফ দ্য বাংলাদেশ সিলেকশন রাউন্ড ফর ল্যাতিন আমেরিকান বক্সিং চ্যাম্পিয়নশিপ কলম্বিয়া-২০২২ প্রতিযোগিতায় চট্টগ্রামের বক্সার শহীদুল আলম বারাতকে পরাজিত করে টপ অফ দ্য বাংলাদেশ হয়েছে বানিয়াচংয়ের আমীর উদ্দিন শিমুল।

শুক্রবার (১৩ মে) ঢাকার যমুনা ফিউচার পার্কের জেফ এরিনা এন্ড একাডেমীতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার বাংলাদেশ পর্বের ফাইনাল রাউন্ডে ১১ ক্যাটাগরির শারীরিক ওজনে ১১ জন টপ অফ দ্য বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়।

তন্মধ্যে ৬১ কেজি ওজনের বক্সারদের প্রতিযোগিতায় বানিয়াচংয়ের শিমুল চ্যাম্পিয়ন হয়। শিমুল বানিয়াচং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। তার পিতার নাম জয়নাল আবেদীন এবং মাতার নাম সুরিয়া বেগম। তার নানার বাড়ী বানিয়াচং উপজেলা সদরের ১নং ইউনিয়নের কাজী মহল্লায়। নানার বাড়ীতেই শিমুলের জন্ম এবং জন্মের পর থেকেই নানার বাড়ীতে বসবাস করে বড় হয়েছে।

শিমুলসহ ১১ টপ অফ দ্য বাংলাদেশ বক্সারদের আগামী জুন মাসে কলম্বিয়ায় নিয়ে যাওয়া হবে এবং এর আগ পর্যন্ত সবাইকে ঢাকায় প্রশিক্ষণ দেয়া হবে বলে শিমুল এ প্রতিনিধিকে জানিয়েছেন। কলম্বিয়া গমনের জন্য দ্রুত পাসপোর্ট পেতে শিমুল বানিয়াচং উপজেলা প্রশাসন ও হবিগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।

টপ অফ দ্য বাংলাদেশ রাউন্ডের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দ্য ফাইট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক চিত্রনায়ক মাসুদ পারভেজ রুবেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আসিবুর রহমান খান, বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির উপদেষ্টা মোঃ আনিসুজ্জামান, বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. আসাদুজ্জামান এবং রেফারির দায়িত্ব পালন করেন বক্সার এএফএম মারুফ।

এ ব্যাপারে বানিয়াচং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ’র প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি শিমুলের আগ্রহ বেশি। নিজের আগ্রহ এবং চেষ্টায় সে এতদূর এগিয়েছে। ছাত্র হিসেবে আমি তাঁর সর্বাঙ্গীণ মঙ্গল ও উন্নতি কামনা করি। সৌজন্যঃ সিলেটটুডে

Back to top button