‘কষ্ট কইরা ধান তুলছি, কিন্তু শুকাইতাম পারতাছি না’
ভারতের মেঘালয়ে ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলের ফলে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ছুঁই ছুঁই করছে বিপদসীমা। ইতোমধ্যে জেলার অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আগামী ৭২ ঘণ্টায় ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা প্রদেশের কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবো সূত্র জানায়, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঢাকা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা প্রদেশের কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীর পানি সমতল বৃদ্ধি আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং প্রধান নদীগুলোর (সুরমা, কুশিয়ারা, ভোগাই-কংস, ধনু-বাউলাই নদীর) পানি সমতল কিছু পয়েন্টে সময়বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলে সিলেট ও সুনামগঞ্জ জেলার কিছু স্থানে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে।
শনিবার বেলা ৩টা পর্যন্ত সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি সমতল থেকে ৭.৩২ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল (বিপদসীমা ৭.৮০ মি)। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৬৫ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। ভারতের মেঘালয়ে গত ২৪ ঘণ্টায় ২৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
অন্যদিকে উজানের ঢল অব্যাহত থাকায় জেলার যাদুকাটা, বৌলাই ও পাটলাই নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে ধান কাটা শতভাগ শেষ হয়ে গেলেও মাঠে থাকা ধান শুকানো নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা।
এ ছাড়া গত কয়েক দিনের টানা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলার খাসিয়ামারা, চেলা, কালিউরি, মৌলা ও চিলাই নদী দিয়ে বিপজ্জনক মাত্রায় পাহাড়ি ঢলের পানি প্রবাহিত হচ্ছে।
উজানের ভারতের মেঘালয় থেকে আসা পাহাড়ি ঢলের পানি আকস্মিকভাবে উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্যামারগাঁও, শ্রীপুর, তেরাপুর, হাতিরভাঙ্গা ও রগার গাড় এলাকায় প্রবেশ করে। ঢলের পানিতে শ্যামারগাঁও সড়কসহ আশপাশের বোরো ফসলি জমি প্লাবিত হয়। ঢলের পানি আসায় এসব এলাকার মানুষের ভোগান্তি বেড়েছে। ঢলের পানিতে দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বড়বন্দ গ্রামের প্রধান সড়ক ভেঙে প্লাবিত হয়েছে। গ্রামের বেশ কয়েকটি পরিবারের বসতবাড়ি ভেঙে ঢলের পানিতে ভেসে গেছে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত এসব পরিবারকে উদ্ধার করেছেন। তবে এখন পর্যন্ত এসব পরিবারকে পুনবার্সন করা হয়নি।
দোয়ারাবাজারের ইউএনও দেবাংশু কুমার সিংহ জানান, ‘পাহাড়ি ঢলে বড়বন্দ গ্রামের ৬টি ঘর ভাসিয়ে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। এসব পরিবারকে দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদের পুরনো ভবনে আশ্রয় দেওয়ার নির্দেশ দিয়েছি।’
শান্তিগঞ্জ উপজেলার তেরোয়াল গ্রামের কৃষক আব্দুল করিম বলেন, ‘গত কয়দিন ধইরা একটানা বৃষ্টি হইতাছে। ধান শুকাইতে পারতাছি না। ধানে মুকুল চলে আসতাছে’ বলে জানান তিনি।
সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের কৃষক সোহেল আহমদ বলেন, ‘কষ্ট কইরা ধান তুলছি কিন্তু ধান তো শুকাইতাম পারতাছি না। ধান না শুকাইতে পারলে ঘরো থাইক্কা ওই ধান নষ্ট হইবো।’
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা বলেন, ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত আছে এবং পাহাড়ি ঢল অব্যাহত থাকলে আগামী দুদিনের মধ্যে সুরমা নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে।