জকিগঞ্জে সুরমা ও কুশিয়ারার তীর ভেঙে পানি ঢুকছে লোকালয়ে
কয়েক দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে জকিগঞ্জে সুরমা ও কুশিয়ারা নদীর বিভিন্ন স্তানে ডাইক ভেঙে প্রবল বেগে লোকালয়ে পানি ঢুকছে।
ইতিমধ্যে সুরমা নদীর ৭টি ও কুশিয়ারা নদীর দুটি স্তানে ডাইক ভেঙে প্রবল বেগে পানি প্রবাহিত হয়ে মানিকপুর, কাজলশার, বারহাল, জকিগঞ্জ সদর ও বিরশ্রী ইউনিয়ন প্লাবিত হয়ে গেছে।
কৃষকদের পাকা বোরো ধান, পুকুর ও ফিশারীর লাখ লাখ টাকার মাছ পানিতে তলিয়ে গেছে। ডুবে গেছে অনেক বাড়িঘর।
জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী জানান, তিন হজারের মত লোক পানিবন্দি হয়ে পড়েছে। ভারতীয় মনিপুর রাজ্য থেকে প্রবাহিত বরাক নদী বাংলাদেশের জকিগঞ্জ সীমান্তে এসে দু’ভাগে বিভক্ত হয়ে সুরমা ও কুশিয়ারা নদীতে রুপান্তরিত হয়েছে।
মেঘালয় রাজ্যের পাহাড় থেকে খরস্রোতা লোভা নদী কানাইঘাটে সুরমায় মিলিত হয়েছে। গত কয়েক দিন থেকে মনিপুর ও মেঘালয়ের পহাড়ে অভীরাম ভারী বৃষ্টি হচ্ছে। যেকোন সময় বন্যা পরিস্থিতি ভয়াবহ রুপ নিতে পারে।
সিলেটে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইতোমধ্যেই জকিগঞ্জের বন্যার্ত্যদের জন্য ১৮ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।