কোম্পানীগঞ্জে আবারো বন্যা
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আবারো হানা দিয়েছে বন্যা। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এক মাসের ব্যবধানে আবারো বন্যার প্রাদুর্ভাবে নাজেহাল উপজেলার নিম্নাঞ্চলের বাসিন্দারা। তবে উপজেলা সুত্রে জানা গেছে ২/১ দিনের মধ্যে বন্যার্তদের মধ্যে সরকারি ত্রাণ বিতরণ করা হবে।
গত ৩ দিন থেকে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে উপজেলা উত্তর রণিখাই ইউনিয়ন, ইসলামপুর পূর্ব এবং পশ্চিম ইউনিয়ন, তেলিখাল ইউনিয়ন ও ইছাকলস ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম। বন্যার পানিতে তলিয়ে গেছে অনেক এলাকার রাস্তা ঘাট, বাড়ি ঘর, ফসলি জমি। বন্যার পানিতে ঘরবাড়ি তলিয়ে যাওয়া লোকজন সরকারের সহযোগিতা চাচ্ছেন। এক মাসের ব্যবধানে আবারো বন্যার কবলে পড়ায় দিশেহারা এসব মানুষ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যৎ কান্তি জানান, বন্যা কবলিত এলাকায় ২/১ দিনের মধ্যে ত্রাণ বিতরণ করা হবে। ১৩ মে ১২ মেট্রিকটন চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। ইউনিয়ন চেয়ারম্যানদের কাছে তালিকা চাওয়া হয়েছে। তালিকা জমা দিলে প্রতিটি ইউনিয়নে ২ মেট্রিকটন করে চাউল বিতরণ করা হবে।