জৈন্তাপুরে নৌকাডুবিতে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার, দাফন সম্পন্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের মুক্তাপুর গ্রামে যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ পাথর শ্রমিক আলমগীর হোসেনের (৩২) লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোর ছয়টার দিকে মোয়াখাই ও মুক্তাপুর হাওর এলাকায় নিখোঁজ আলমগীরের লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌছে নিখোঁজ আলমগীরের লাশ উদ্ধার করে।
স্থানীয় এলাকাবাসী জানান, শুক্রবার (১৩ মে) সকাল অনুমান ১০টার দিকে নৌকা করে বন্যা থেকে নিরাপদ আশ্রয়ের জন্য শিশু সহ পরিবারের ৫ সদস্য নিয়ে পার্শ্ববর্তী বাড়ির উদ্দেশ্যে ছুটে যাচ্ছিলেন আলমগীর হোসেন। এসময় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রবল ¯্রােতে নৌকা ডুবে গেলে পানিতে তলিয়ে যান তারা। এসময় আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের দ্রুত উদ্ধার তৎপরতা চালায় এতে দুশিশু সহ চার জনকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ হন আলমগীর হোসেন। নিখোঁজ হওয়া আলমগীরকে উদ্ধার করতে ফায়ার সার্ভিসের লোকজন দুদফায় অভিযান চালিয়েও উদ্ধার করা সম্ভব হয়নি।
শনিবার (১৪ মে) ভোর ৬টায় পাহাড়ী ঢলে আকস্মীক বন্যার পানি অবনতি হলে ঘটনাস্থল হতে প্রায় ১৫০ গজ দূরে ভাসমান অবস্থায় গাছের নিচে আলমগীর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী বিষয়টি পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌছে নিখোঁজ আলমগীরের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।
এদিকে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রের অনুমতি সাপেক্ষে লাশ শনিবার দর্জীহাটি জামে মসজিদে আছরের নামাজের পর দর্জী কবরস্থানে নিহতের লাশ দাফন করা হয়।