গোয়াইনঘাটে পাহাড়ি ঢল আর ভারী বর্ষনে ব্যাপক ক্ষতি
গত কয়েকদিনের টানা ভারী বর্ষন আর পাহাড়ি ঢলে সীমান্ত এলাকা গোয়াইনঘাটে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
উজানের পানিতে ভাসছে পুরো উপজেলা৷ রাস্তাঘাট, ঘরবাড়ি, ক্ষেতের জমি তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয় ক্ষতির আশংকা দেখা দিয়েছে।
ইতিমধ্যে সিলেট সদরের সাথে যোগাযোগের উপযোগী একমাত্র রাস্তা সারি গোয়াইনঘাট রাস্তার বিভিন্ন অংশ পানিতে ডুবে গেছে। যার ফলে সিলেটের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার চরম শংকায় রয়েছেন গোয়াইনঘাটবাসী।
বন্যার পানিতে তলিয়ে গেছে গোয়াইনঘাট রাধানগর রাস্তা। এদিকে পিরিজপুর সোনার হাট রাস্তায় উনাই ব্রীজ নির্মান কাজ চলার কারনে তৈরিকৃত বাইপাস (ডাইবারসন) রাস্তা তলিয়ে যাওয়ায় গোয়াইনঘাট সদর ইউনিয়নের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ২টি ইউনিয়নের মানুষ। এই বাইপাস রাস্তায় অস্থায়ী বেইলী ব্রীজ নির্মানের জন্য বার বার জনপ্রতিনিধি ও উপজেলার বিভিন্ন স্তর থেকে নির্বাহী প্রকোশলী এবং ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেও শেষ রক্ষা হলো না। শেষ পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন হতে হল দুইটি ইউনিয়নের মানুষকে।
বন্যায় প্রায় ৩০%পাকাধান তলিয়ে গেছে ,যার ফলে চরম দূশ্চিন্তায় পড়েছেন কৃষকগণ,এর মধ্যে আবার অনেকের ঘর বাড়িও তলিয়ে গেছে৷ গত মাসে বুরো ধান কাটার মৌসুম শুরুতেই আকষ্মিক বন্যায় গোয়াইনঘাটের প্রায় ৫০%ধান নষ্ট করে যায়,বাদবাকী বেচে যাওয়া ধান নিয়েই আশায় বুক বেধেছিলেন কৃষক ৷এবারের বন্যায় সেই আশাটুকুও অবশিষ্ট্য রইলনা তাদের ৷বন্যার ক্ষয়ক্ষতির ব্যাপারে জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেড রনি জানান আমাদের হাওড় অঞ্চলের বুরো ধান উঠেগেছে তবে আউশ ধানের বীজতলা নিয়ে শংকা রয়েছে ,পানি এভাবে বাড়তে থাকলে বীজতলা ডুবে ক্ষতির সম্মূখীন হবে ৷সর্বোপরি গোয়াইনঘাটের প্রায় ১০টি ইউনিয়নের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন,দেখা দিয়েছে খাদ্য সংকট,ও নিরাপদ পানির,তাই গোয়াইনঘাটের সচেতন মহলের দাবী অভিলম্বে গোয়াইনঘাটকে বন্যা দুর্গত এলাকা ঘোষনা করে জরুরী বিত্তিতে ত্রাণ সামগ্রী বিতরনের ব্যাবস্থা করা ৷