বিয়ানীবাজারে সরকারি দেয়াল পড়ে মারাত্মক আহত কিশোর
নিজস্ব প্রতিবেদক : বিয়ানীবাজার উপজেলা পরিষদের সরকারি দেয়াল ধসে পড়ে মারাত্মক আহত হয়েছে আমিন আহমেদ (১৬) নামের এক কিশোর। বুধবার সকাল আনুমানিক ৭ টায় বিয়ানীবাজার উপজেলা পরিষদের প্রধান গেইটের পাশে সরকারি দেয়াল ধসে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট প্রেরণের কথা বললেও আর্থিক অসচ্ছলতার কারনে তার পরিবার সিলেট নিয়ে যেতে পারেনি। এক্স-রে রিপোর্ট অনুযায়ী আহত কিশোরের পায়ের তিনটি অংশ ভেঙে গেছে বলে জানিয়েছে চিকিৎসকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি করে যাওয়ার সময় হঠাৎ সিএনজি থেমে যায় সেই সিএনজি তে ধাক্কা দেয়াও সময় সড়কের পাশে উপজেলার সরকারি দেয়াল ধসে পড়ে। প্রথমে কিশোর বুকে আঘাত করে ধসে পড়া দেয়া পরে পায়ের বিভিন্ন জায়গায় মারাত্মক ভাবে আঘাত করে।
আহত কিশোরের মা সাজেদা বেগম বলেন, আর্থিক অসচ্ছলতার কারনে আমার ছেলেকে নিয়ে সিলেট যেথে পারিনি। পায়ের হাটু সহ প্রায় তিনটি জায়গায় ভেঙে গেছে এ ছাড়াও বুকে আঘাত পেয়েছি বুকের অংশ এখনো এক্স-রে করা হয়নি। আমি সকলের সহযোগিতা কামনা করি।
এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নুরের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা বিষয়টি অবগত হয়েছি। আমরা তাদেরকে সহযোগিতা করবো। দেয়াল গুলো অনেক পুরনো হাওয়ার কারনে এই ঘটনাটি ঘটেছে। আমরা বিষয়টি দেখছি।