মৌলভীবাজার

কমলগঞ্জে ভোজ্যতেলের দোকানে ভোক্তার অভিযান, ৫ প্রতিষ্টানকে জরিমানা

টাইমস ডেস্কঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনর বাজারে ভোজ্যতেল সয়াবিনের দোকানে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর।

মঙ্গলবার (১০ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে শমসেরনগর পুলিশ ফাঁড়ির পুলিশ ফোর্সের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। এসময় শমসেরনগর বাজার, ভেতরবাজার, হামিদ এন্ড কালাম সিটি সেন্টার, ষ্টেশন রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ভোজ্য তেলের ডিলার, পাইকারী ব্যবসায়ী ও খুচরা দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে অতিরিক্ত দামে তেল বিক্রয় করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রর্দশন না করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, প্যাকেটজাত পণ্যের গাঁয়ে মূল্য, উৎপাদন তারিখ ও মেয়াদের তারিখ উল্লেখ না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমসেরনগর বাজারে অবস্থিত মেসার্স আব্দুল করিম ষ্টোরকে ১ হাজার টাকা, আহম্মদ ষ্টোরকে ১ হাজার টাকা, হামিদ এন্ড কালাম সিটি সেন্টারে অবস্থিত নোহা কসমেট্রিক্সকে ৫ শত টাকা, ষ্টেশন রোডে অবস্থিত একে শপিংমলকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এছাড়াও অতিরিক্ত দামে ভোজ্য তেল বিক্রয় করার দায়ে পুলিশ কর্মকর্তা মো: হাসিম উদ্দিনের অভিযোগের প্রেক্ষিতে শমসেরনগর বাজারের ভেতর বাজারে অবস্থিত আসফি ট্রের্ডাসকে ৪ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

ভোক্তা আইনে জরিমানার ২৫ভাগ অভিযোগকারীকে প্রদান করা হয়। অভিযানে ৫টি প্রতিষ্টানকে মোট ১০হাজার ৫০০টাকা জরিমানা ও জরিমানার অর্ত তাৎক্ষনিক আদায় করা হয়।

Back to top button