মৌলভীবাজারবড়লেখা
দুবাই পালিয়ে যাওয়ার সময় বড়লেখায় দিনমজুর হত্যা মামলার আসামী এয়ারপোর্টে আটক
নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের বড়লেখায় রুবেল হত্যা মামলার আসামী সাইফুল ইসলামকে (৩২) ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
সাইফুল ইসলাম কেছরীগুল গ্রামের সজ্জাদ আলীর ছেলে।
গ্রেফতারের বিষয় নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকতা এসআই হাবিবুর রহমান পিপিএম জানান, সাইফুল ইসলাম দুবাই পালিয়ে যাওয়ার খবর পেয়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারের দিক নির্দেশনায় ও ইমিগ্রেশন পুলিশের সহায়তায় চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলার ঘটনায় জড়িত আসামী সাইফুল ইসলামকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় উক্ত আসামী সহ এপর্যন্ত ১০ জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করলে তাদেরকে আদালত কারাগারে পাঠিয়েছেন।