বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে পুলিশের অভিযানে চোরাইকৃত মালামালসহ চোর গ্রেপ্তার

বিয়ানীবাজার প্রতিনিধিঃ টিকটকের জনপ্রিয় মুখ মাসুম আহমদ, ফলোয়ার কয়েক হাজার। চেহারায়ও রয়েছে আভিজাত্যের ছাপ, ভালো পরিবারের সন্তান সে৷ দেখলে মনেই হবে না বিয়ানীবাজারের এক দুধর্ষ চুরির সাথে জড়িত সে৷ তবে বাস্তবতা এমনই৷ গত শনিবার দিবাগত রাতে বিয়ানীবাজার পৌর শহরেরর রয়েল টেলিকমের কলাপসিবল গেইট ও স্লাইডিং গেইটের তালা ভেঙে দোকানের নগদ টাকা অর্ধশতাধিক স্মার্ট ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস চুরি করে নিয়ে যায় সে।

খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ পরদিন ঘটনাস্থল পরিদর্শন করে এবং দোকানের উদ্ধারকৃত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় মাত্র ১০ ঘন্টার ভিতরে তাকে পৌরশহরের উৎসব কমিউনিটি সেন্টার থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির বিষয়টি সে স্বিকার করে মাসুম ৷ পরে তার বাড়ি থেকে ও অন্যান্য স্থানে লুকিয়ে রাখা সাড়ে চার লক্ষ টাকার মালামাল উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশের একটি বিশেষ দল। এ ঘটনায় রয়েল টেলিকমের মালিক সাইফুল ইসলাম বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

আটককৃত মাসুম আহমদের বাড়ি উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামে।

অভিযোগ সুত্রে জানা, যায় গত শনিবার রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি চলে যান দোকানের মালিক সাইফুল ইসলাম। পরদিন সকালে দোকান খুলতে এসে দেখতে পান দোকানের তালা ভাঙা এবং দোকানের মালামাল এলোমেলো করে ফেলে রাখা। পরে বিষয়টি বিয়ানীবাজার থানায় খবর দিলে থানার পুলিশ পরিদর্শক মেহদি হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন।পরে অভিযানে নামে পুলিশের একটি বিশেষ দল। তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার মাত্র ১০ ঘন্টার ভিতরে মুল আসামীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেপ্তারের পর সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Back to top button