ব্রিটেনে স্থানীয় নির্বাচনে বিয়ানীবাজারিদের জয়জকার, জয়ী ৯ কাউন্সিলর

বিয়ানীবাজার টাইমসঃ ব্রিটেনের রাজনীতিতে বাংলাদেশীদের জয় ছিলো আগে থেকেই এবার সেই পালে হাওয়া লাগিয়ে সিলেটের কৃতি সন্তান টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র লুতফুর রহমান তৃতীয়বারের মতো জিতে তাক লাগিয়ে দিয়েছেন ব্রিটেনকে। পুরো সিলেটে কাউন্সিলর হয়েছেন অসংখ্য, সেই সংখ্যায় পিছিয়ে নেই প্রবাসী অধ্যুসীত বিয়ানীবাজার, শেষ খবর পাওয়া পর্যন্ত ব্রিটেনের স্থানীয় নির্বাচনে বিয়ানীবাজারের ৯ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। মূলধারা রাজনীতিতে যুক্তদের অনেকেই তরুণ- যারা প্রথমবার বিজয় হয়েছেন।
এমন বিজয়ে ব্রিটেনে বসবাসরত বিয়ানীবাজারের মানুষের মধ্যে বইছে আনন্দের বন্যা, সেই ঢেউ এসে আছড়ে পড়েছে বাংলাদেশে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভরে গেছে অভিনন্দন বার্তায়।
নির্বাচিতরা হলেন রেডব্রীজ কাউন্সিলের ক্লেহল ওয়ার্ড কবির মাহমুদ, তিনি ১৮০৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার গ্রামের বাড়ি বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরায়। হোয়াইটচ্যাপেল ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন কামরুল হোসেন মুন্না, তার প্রাপ্ত ভোট ১৫৯৪, তিনি বিয়ানীবাজার পৌরসভার খাসাড়িপাড়া এলাকায়। একই ওয়ার্ড থেকে নির্বাচিত শাফি আহমদ ১৯৫৪ ভোট পেয়ে কাউন্সিলার নির্বাচিত হয়েছেন। তার গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের দেউলগ্রামে।
যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি’র সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রয়াত কমর উদ্দিনের কন্যা সাবিনা খান টাওয়ার হেমলেটস্ কাউন্সিলে মাইল এন্ড ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি পান ২৫৩০ ভোট, তার বাড়ি উপজেলার মোল্লাপুর ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামে। টাওয়ার হ্যামলেটসের উইভার্স ওয়ার্ড থেকে আসমা ইসলাম কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, তিনি পান ১৪১৭ ভোট। তাঁর গ্রামের বাড়ি আলীনগর ইউনিয়নের হেতিম খানি এলাকায়।
ব্রিটেনের সাংবাদিক আহাদ চৌধুরী বাবুর সহধর্মিনী রেবেকা সুলতানা বেথনাল গ্রীণ ইস্ট ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২১৬৬ ভোট। তার গ্রামের বাড়ি উপজেলার দুবাগে। টাওয়ার হেমলেটস বেথনাল গ্রীন ইষ্ট ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আহমদ কবির (রানা)। তাঁর গ্রামের বাড়ি মাথিউরা মিনারাই এলাকায়।
এস্পায়ার পার্টি থেকে কবির হোসেন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তাঁর বাড়ি তিলপাড়া ইউনিয়নে দক্ষিণ দাসউরা গ্রামে। ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডের কভেন্ট্রী সিটি কাউন্সিলের ওয়েস্টউড ওয়ার্ড কাউন্সিল নির্বাচনে লেবার পার্টি থেকে আব্দুল জব্বার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তাঁর গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার আঙ্গুরা মোহাম্মদপুর।
ব্রিটেনে বিয়ানীবাজারবাসীর এ জয় যেনো আগামীতেও অব্যহত থাকে সেই আশা সকলের।