বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে পৌর নির্বাচন ; দলীয় মনোনয়ন সংগ্রহ করতে ব্যস্ত নৌকা প্রত্যাশীরা

মহসিন রনি,বিয়ানীবাজার: প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলায় এখন নির্বাচনী আমেজে মেতে উঠেতে শুরু করেছে পৌরসভার ভোটাররা। ৫ বছর পর আবারো নির্বাচনী তফসিল ঘোষণা করায় এই অঞ্চলে চায়ের টেবিল থেকে শুরু করে পাড়া মহল্লায় ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। ভোটেরদের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন কে হচ্ছে আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি। গত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়া আব্দুস শুকুরের সামনে এবার বড় চ্যালেঞ্জ দলের অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা। যাদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগ নেতা আব্দুল হাসিব মনিয়া, ছাত্রলীগের সাবেক মৃত্যুঞ্জয়ী নেতা ফারুকুল হক, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস টিটু ও উপজেলা আওয়ামী লীগ সদস্য পাভেল মাহমুদ।

ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আব্দুস শুকুর, ফারুকুল হক, আব্দুল কুদ্দুস টিটু, আব্দুল হাসিব মনিয়া আরেক প্রার্থী পাভেল মাহমুদ ফরম সংগ্রহ করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করা ফারুকুল হক দৈনিক উত্তরপূর্বকে বলেন, দলের দুর্দিনে রাজপথে ছিলাম নির্যাতিত হয়েছি তৃণমূল থেকে রাজনীতি করে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী তৃণমূল কর্মীদের মূল্যায়ন করছেন আশা করি আমি হতাশ হবো না। আমি মনোনয়নের ব্যপারে শতভাগ আশাবাদী।

এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান বলেন, নির্বাচন হচ্ছে একটি দলের পরিক্ষা সেই পরিক্ষায় পাশ করার মাধ্যমে বুঝা যায় একটি দল কতটুকু এগিয়েছে।মানুষ এখন নির্বাচন মুখী আমাদের নেত্রী যাকে নৌকা তুলে দেবেন আমরা তাকে বিপুল ভোটে জয়ী করার চেষ্টা করবো।

উল্লেখ্য, বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।

Back to top button