বিয়ানীবাজার সংবাদ

আ.লীগ নেতাকে ‘রাজাকারপুত্র’ বলায় সা. সম্পাদকের নামে জিডি

নিউজ ডেস্ক-  সিরাজগঞ্জের তাড়াশে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে রাজাকারপুত্র বলার অভিযোগে সাধারণ সম্পাদকের নামে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

তাড়াশ উপজেলার তালম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্বাস উজ জামান বৃহস্পতিবার তাড়াশ থানায় জিডি করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জিডিতে বলা হয়, গত ৪ এপ্রিল সকালে স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ তালম ইউনিয়নের পাড়িল বড়ইচরা গ্রামে যান। তার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় আব্বাসের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেকের কথা-কাটাকাটি ও গালাগালি হয়।

আব্বাস সেখান থেকে গোন্তা বাজারে চলে যান। কিছুক্ষণ পর খালেক লোকজন নিয়ে সেখানে গিয়ে আব্বাসকে রাজাকারপুত্র, নৌকার বিরোধী ভোটার বলেন ও মারার হুমকি দেন।

পরদিন আব্বাস তাড়াশ থানায় খালেকের নামে জিডি করেন।

আব্বাস শনিবার বলেন, ‘এই চেয়ারম্যান আমাকে রাজাকারপুত্র বলেছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। বারবার মারমুখী হয়েছে। আমি থানায় জিডি করেছি। আজ বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বরাবর লিখিত অভিযোগ দেব। এতেও যদি বিচার না পাই তাহলে আদালতে যাব।’

এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন খালেক।

তিনি বলেন, ‘ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। যে কেউ থানায় অভিযোগ করতে পারে এবং তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা প্রমাণিত হবে। আমি তার সঙ্গে কথা-কাটাকাটি করেছি, তবে রাজাকারপুত্র বলিনি।

‘তিনি নির্বাচনের সময় নৌকার বিরুদ্ধে কাজ করেছেন। যারা নৌকায় ভোট দিয়েছেন তাদেরও তিনি নানাভাবে নির্যাতন করছেন। আমি তার এই কর্মকাণ্ডের প্রতিবাদ করেছি মাত্র।’

ওসি বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

Back to top button