হবিগঞ্জ

হবিগঞ্জে সংঘর্ষে আহত কিশোরের মৃত্যু

হবিগঞ্জের নবীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষে সংঘর্ষে আহত জাহান মিয়ার (১৭) মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার বিকালে সিলেটের নুরজাহান প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাহান উপজেলার গজনাইপুর ইউনিয়নের লোগাঁও গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ধানের জমিতে কলমি গাছ হেলে পড়াকে কেন্দ্র করে গত ৩০ এপ্রিল লোগাঁও গ্রামের জব্বার মিয়ার ছেলে সৈরত ও সিরাজ গংদের সঙ্গে প্রতিবেশী চুমু মিয়ার বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে দুপক্ষে সংঘর্ষ হয়। পরবর্তীতে সন্ধ্যার পর আবার উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

এতে গুরুতর আহত হয় জাহান ও তার বাবা আব্দুস ওয়াহিদ। স্থানীয় লোকজন জাহানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

অবস্থার অবনতি হলে তাকে সিলেটের নুরজাহান হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ৩ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার জাহানের মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এর আগে ৩ মে জাহানের চাচা আব্দুল কাইয়ুম বাদী হয়ে জব্বার মিয়া, সজ্জাত মিয়া, সিরাজ, জাকির, সৈরত মিয়া, সুমন মিয়া, সাহেব আলীর নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেন।

নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, সংঘর্ষের ঘটনায় গত মঙ্গলবার মামলা হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, আদালতের কাছে আবেদনের মাধ্যমে আমরা হত্যাকাণ্ডের ধারা মামলায় সংযুক্ত করব।

Back to top button