বড়লেখা

বড়লেখায় কৃষক লীগের সম্মেলন: সভাপতি লতিফ, সম্পাদক ইকবাল

বড়লেখায়  প্রতিনিধি:মৌলভীবাজারের বড়লেখায় বৃহস্পতিবার (৫ মে) উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে পৌর শহরের জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপত্বি করেন কৃষক লীগের আহবায়ক আব্দুল লতিফ।

সম্মেলনের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা কৃষক লীগের সভাপতি জমসেদ মিয়া। উপজেলা কৃষক লীগের সদস্য সচিব ইকবাল হোসেন স্বপনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইনজীবী শামামী আক্তার খানম এমপি।

সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে উপজেলা কৃষক লীগের সভাপতি মনোনীত হয়েছেন আব্দুল লতিফ ও সহ সভাপতি হাজী আব্দুল হক, সোনাহর আলী, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক সজল দে, সাংগঠনিক সম্পাদক মাহফুজুল করিম ও খালেদ আহমদ।

Back to top button