গোয়াইনঘাট সংবাদদাতাঃ সিলেটের সবচেয়ে জনপ্রিয় পর্যটন এলাকা জাফলং। ঈদ পরবর্তী সময়ে অন্য যেকোনো সময়ের তুলনায় জাফলংমুখী ব্যাপক পর্যটক, সেখানের জাফলং পর্যটন কেন্দ্রে টিকেট কেনাকে কেন্দ্র করে পর্যটকদের উপর স্বেচ্ছাসেবকদের অতর্কিত হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
স্থানীয়ভাবে জানা যায়, বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুর দেড়টার দিকে লাঠি-শোটা নিয়ে পর্যটকদের উপর হামলে পড়ে কিছু স্বেচ্ছাসেবী।
হামলায় নারী, শিশুসহ অনন্ত ৫ আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, টিকেট কেনাকে কেন্দ্র করে পর্যটকদের সাথে কাউন্টার লোকদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে কাউন্টারে থাকা স্বেচ্ছাসেবকরা লাঠি-শোটা দিয়ে পর্যটকদের পেঠাতে শুরু করে। তখন পাশে থাকা একজন তরুণী ও কোলে শিশু বাচ্চা নিয়ে একজন মহিলা এগিয়ে আসলে তাদের উপর অতর্কিত হামলা চালায় স্বেচ্ছাসেবকরা।