সিলেট

সিলেটে রেকর্ড ৩১ মিলিমিটার বৃষ্টিপাত

নিউজ ডেস্কঃপূর্বাভাস ছিল সোমবার দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে। এরই ধারাবাহিকতায় আজ সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে। এদিন ওই অঞ্চলে ৩১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানায়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নিকলি, নেত্রকোনা, রাঙ্গামাটি, সিলেট, রাজশাহী, ঈশ্বরদী, তাড়াশ, রংপুর, তেঁতুলিয়া, ডিমলা, রাজারহাট, খুলনা, সাতক্ষীরা, যশোর, কুমারখালী বরিশাল, পটুয়াখালী ও খেপুপাড়ায় বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাত বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও কমছে।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস আরও জানায়, আজ সন্ধ্যা ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৪ শতাংশ। আগামী ৪৮ ঘণ্টায় সারাদেশে বৃষ্টিসহ বজ্র বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং আগামী ৫ দিনের মধ্যে বৃষ্টিসহ বজ্র বৃষ্টি কমতে পারে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Back to top button