মৌলভীবাজার

সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় ঈদ কাল

নিউজ ডেস্কঃ প্রতি বছরের ন্যায় এবারও মৌলভীবাজার সদরসহ বিভিন্ন জায়গায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্টিত হবে সোমবার।এ লক্ষে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি নেয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পীর আব্দুল মওফিক চৌধুরীর এক অনুসারী জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও মৌলভীবাজার সদর উপজেলাসহ জেলার অন্য উপজেলায়ও সৌদির সাথে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের জামায়েত অনুষ্টিত হবে।

ঈদের জামায়েতটি অনুষ্টিত হবে সকাল ৭ টায়। তবে নিরাপত্তার কারণে অন্য জায়গাগুলোর নাম জানাননি তিনি।

পীর আব্দুল মওফিক চৌধুরী জানান, এবছরও জেলা সদরের সার্কিট হাউজ এলাকায় আহমেদ সাবিস্তার বাসার ছাঁদে ঈদের জামায়েত অনুষ্টিত হবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি সৌদির সাথে মিল রেখে রোজা রাখেন ও তাঁর অনুসারীদের নিয়ে জামাতে ঈদের নামাজ আদায় করেন। তেমনি ঈদুল আযহার নামাজও সৌদির সাথে মিল রেখে পালিত হবে।

এ বিষয়ে ব্যাখ্যা চাইলে তিনি জানান, তার কাছে ব্যাখ্যা আছে তিনি এনিয়ে গবেষণা করেছেন। কেউ জানতে চাইলে তিনি সে ব্যাখ্যা দিতে প্রস্তুত।

সোমবারের পবিত্র ঈদুল ফিতরের জামাতের ইমামতি করবেন পীর আব্দুল মওফিক চৌধুরী।

উল্লেখ্য, গত ১৬ বছর ধরে মৌলভীবাজার সার্কিট হাউস এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।

Back to top button