সিলেট

সিলেটে গ্যাসের নতুন মজুদ পেল বাপেক্স

নিউজ ডেস্কঃ সিলেটের কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের একটি পরিত্যক্ত কূপে নতুন গ্যাসের মজুদ পাওয়া গেছে।

রাষ্ট্র-চালিত জ্বালানি অনুসন্ধান সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) গ্যাসক্ষেত্রের ৭ নম্বর কূপে নতুন মজুদ পেয়েছে।

নতুন উৎস থেকে প্রতিদিন প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে আশা করছে বাপেক্স।

নাম প্রকাশ না করার শর্তে বাপেক্সের একজন কর্মকর্তা নিশ্চিত করেন, ২ হাজার সাতশো পিএসআই চাপে পরীক্ষামূলক ভিত্তিতে গত দুই দিন ধরে কূপ থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে।

তিনি বলেন, বাপেক্স খুব শিগগিরই কূপ থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু করতে আশাবাদী।

কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের ৭ নম্বর কূপটি ২০১৭ সালে পরিত্যক্ত ঘোষণা করা হয় বলে জানা গেছে।

সিলেট গ্যাসক্ষেত্রে মোট সাতটি কূপ রয়েছে।

বর্তমানে চালু (দুটি) কূপ থেকে প্রায় ২৯ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হচ্ছে।

১৯৬২ সালে কৈলাশটিলা গ্যাস ফিল্ডে প্রথম গ্যাসের সন্ধান পাওয়া যায়। এরপর ১৯৮৩ সালে এর কার্যক্রম শুরু হয়।

 

Back to top button