সিলেট
মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সাবেক অর্থমন্ত্রী মুহিত
সিলেটঃ চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রবিবার (১ এপ্রিল) বেলা সোয়া ২টার দিকে সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে মা-বাবার পাশে রায় নগরস্থ পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে একই দিন দুপুর ১২টায় আবুল মাল আবদুল মুহিতের মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে সব শ্রেণি-পেশার মানুষ শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শুক্রবার (২৯ এপ্রিল) রাত ১টার দিকে মৃত্যু হয় আবুল মাল আবদুল মুহিতের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।