সিলেট

সিলেটে শুক্রবারেও দোকানপাঠ খোলা

নিউজ ডেস্ক:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ শুক্রবার (২৯ এপ্রিল) নগরীর শপিং মল, দোকানপাঠ গুলো খোলা হয়েছে। দুপুর ১২টার দিকে নগরীর জিন্দাবাজারে কয়েকটি দোকান খোলা থাকতে দেখা যায়।

এসব দোকানীরা জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতর আর মাত্র ৩-৪ দিন বাকী। তাই শুক্রবারেও দোকানপাঠ খোলা রাখা হয়েছে।

এছাড়াও বড় বড় শপিংমলগুলোও ধীরে ধীরে খুলতে শুরু করেছে।

ব্যবসায়ীরা জানান, গত দুই বছর করোনার কারণে ব্যবস্থা করতে পারেননি। তাই এবার ক্ষতি পুষিয়ে তুলতে মরিয়া উঠেছেন ব্যবসায়ীরা। রাত-দিন সমান তালে দোকান খোলা রেখে ব্যবসা করে যাচ্ছেন।

ক্রেতাদের আকর্ষন বাড়াতে নিত্য নতুন কাপড়চোপড় দোকানে তুলছেন ব্যবসায়ীরা।

দোকান খোলা থাকলেও দুপুর পর্যন্ত তেমন ক্রেতা দেখা যায়নি।

তবে দোকানীরা বলছেন- জুমআর নামাজ পরে ক্রেতারা আসতে থাকবেন। পবিত্র শবে কদরের রাত হওয়ায় ধর্মপ্রাণ মুসলমানরা সারা রাত ইবাদত করেন ঘুমিয়ে পড়েছেন।

তারা আশা করছেন- বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাও বাড়বে।

Back to top button