বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে পৌর নির্বাচনী হাওয়া ; আওয়ামী লীগের প্রার্থীর দিকে সবার চোখ!

মহসিন রনি,বিয়ানীবাজার ঃ বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই পৌর শহরের চায়ের টেবিল থেকে শুরু করে পাড়ার টং দোকান গুলোতে এখন নির্বাচনী আমেজ। বাজার থেকে শুরু করে শহরের নয়টি ওয়ার্ডে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে মেয়র পদপ্রার্থী থেকে শুরু করে কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদপ্রার্থীরা আস্তে আস্তে তাদের প্রার্থীতা জানান দিচ্ছেন। তবে আলোচনা ও সমালোচনা ছাপিয়ে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীর দিকে সবার চোখ। গত নির্বাচনে নৌকা নিয়ে নির্বাচন করে জয়ী হওয়া আব্দুস শুকুরের সামনে চ্যালেঞ্জ হিসেবে রয়েছেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাওয়া ক্লীন ইমেজের অন্যান্য নেতারা। যাদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগ নেতা আব্দুল হাসিব মনিয়া,সাবেক মৃত্যুঞ্জয়ী ছাত্রলীগ নেতা ফারুকুল হক,যুবলীগের সাবেক আহবায়ক ও আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস টিটু।সাবেক ছাত্রলীগ নেতা আহবাব হোসেন সাজু ও আওয়ামী লীগের নেতা পাভেল মাহমুদ।

গত নির্বাচনে নৌকা বিজয়ী হওয়ায় সকলের চোখ অনেকটা নৌকার প্রার্থীর দিকেই। তবে বর্তমান মেয়র আব্দুস শুকুরকে অগ্নি পরিক্ষা দিতে হতে পারে দলের অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের কাছে। দলীয় মনোনয়ন প্রত্যাশীরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মাঠে বেশ সরব রয়েছেন

আওয়ামী লীগের দলীয় প্রতীক প্রত্যাশী আব্দুল হাসিব মনিয়া বলেন, আমি দীর্ঘ দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলাম রাজনীতির উত্থান পতনের দলের পাশে ছিলাম। শেষ বারের মতো দলের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই।

পৌর নির্বাচনে নৌকা প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগ নেতা পাভেল মাহমুদ বলেন, ছাত্র রাজনীতি থেকে শুরু করে বর্তমানে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছি। গোটা দেশ যখন তরুণ নেতৃত্ব নির্ভর আশা করি নেত্রী যোগ্য মনে করলে আমাকে নৌকার কান্ডারি ঘোষণা করবেন।

এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান বলেন, নির্বাচন হচ্ছে একটি দলের পরিক্ষা সেই পরিক্ষায় পাশ করার মাধ্যমে বুঝা যায় একটি দল কতটুকু এগিয়েছে।মানুষ এখন নির্বাচন মুখী আমাদের নেত্রী যাকে নৌকা তুলে দেবেন আমরা তাকে বিপুল ভোটে জয়ী করার চেষ্টা করবো।

উল্লেখ্য, বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।

Back to top button