সুনামগঞ্জ

সুনামগঞ্জে মধ্যরাতে কালবৈশাখী ঝড়ে নিহত ২

নিউজ ডেস্ক-  সুনামগঞ্জের দিরাই ও জামালগঞ্জে কালবৈশাখী ঝড়ে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের উর্ধ্বনপুর গ্রামের আব্দুল ওয়াহাব (৬৫)। অপরজন জামালগঞ্জ উপজেলার সন্তুষপুর গ্রামের এক বৃদ্ধা। তাৎক্ষণিক তার পরিচয় পাওয়া যায়নি।

আহত হয়েছেন আব্দুল ওয়াহাব ছেলে হেলাল আহমেদ (৩০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উর্ধ্বনপুর গ্রামের বাসিন্দা ও ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এমদাদুল হক চৌধুরী মিন্টু জানান, ঘূর্ণিঝড়ে বৃদ্ধ ওয়াহাব মিয়ার ঘরের ছাউনি উড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান।

তিনি বলেন, জামালগঞ্জ উপজেলার সন্তোষপুর গ্রামের আরেক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি। এছাড়াও ঘূর্ণিঝড়ে ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।

Back to top button