জকিগঞ্জে চাল লুটপাটের প্রধান আসামি জেলহাজতে

সিলেটের জকিগঞ্জে ‘খাদ্য বান্ধব কর্মসূচি’র চালভর্তি ট্রাকে লুটপাটের ঘটনার প্রধান আসামি আবুল হোসেন খাঁনকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার জকিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।জকিগঞ্জের জিআরও উপপরিদর্শক বাসু দেব এর সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, জকিগঞ্জের কালিগঞ্জ বাজারের পার্শ্বে কার্গো ট্রাক থামিয়ে স্থানীয় লোকজন ২৬২ বস্তা চাল লুটপাট করে নিয়ে যাওয়ার ঘটনায়উপজেলার খলাদাপনিয়া গ্রামের আবুল হোসেন খাঁনসহ ৩০ জনের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ ব্যুরু অব ইনভেস্টিগেশন পিবিআই।পিবিআই সিলেটের পুলিশ পরিদর্শক মোহাম্মদ আওলাদ হোসেন দন্ডবিধির ১৪৩/৩৪১/৩৭৯/৫০৬(২)/১১৪ ধারায় প্রতিবেদনটি জমা দেন।গেল ১৪ মার্চ ২৭ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে চাল লুটপাটের বিস্তারিত বর্ননা দেয়া হয়।
প্রতিবেদনে চাল লুটপাটের জন্যে আবুল হোসেন খাঁন,বিলাল আহমদ,মোস্তফা উদ্দিন, লোকমান মিয়া,মইয়ব আলী,সুন্দর আলী,নাজির আহমদ,ছলু মিয়া,আহমদ আলী বলাই,হানাই মিয়া,হোছন মিয়া,আব্দুল কাইয়ূম, শামীম আহমদ, নজরুল ইসলাম ওরফে ইসলাম উদ্দিন, বুরহান উদ্দিন,মুজিব আহমদ,বদরুল হক,আব্দুল বাছিত,নোমান উদ্দিন চৌধুরী, হারিছ আহমদ, জামিল আহমদ, ইসলাম উদ্দিন, আব্দুস শুক্কুর,আব্দুল মুমিন,নিজাম উদ্দিন,সুজন আহমদ, দেলোয়ার হোসেন, বিপ্লব আহমেদ, রাহেল আহমদ ও আব্দুর রহিমের প্রমাণ পাওয়া যায়।তদন্ত প্রতিবেদন জমার পর আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। পরে আসামিদের বেশ কয়েক জন আত্মসমর্পণ করে জামিন নেন।কিন্তু প্রধান আসামি আবুল হোসেন খাঁন ছিলেন ধরাছোঁয়ার বাইরে।
২০২০ সালের ২৬ এপ্রিল রোববার জকিগঞ্জের কালিগঞ্জ বাজারের পার্শ্বে কার্গো ট্রাক থামিয়ে স্থানীয় লোকজন ২৬২ বস্তা চাল লুটপাট করে নিয়ে যায়। এঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাদী হয়ে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন।ঘটনার পরে ওই বছরের ১২ অক্টোবর লুটপাট হওয়া চালের মালিক দক্ষিণসুরমার গোটাটিকর বিসিক শিল্প নগরীর মেসার্স মেঘনা অটো রাইসমিলের পরিচালক মো. শফিকুল ইসলাম বাদী হয়ে জকিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।আদালতের নির্দেশে পিবিআইকে মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয়। টানা দেড় বছরের তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন জমা দেন।