শ্রীমঙ্গলে ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের সদস্য আটক
নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তার নিকট থেকে পাঁচটি অনলাইন টিকেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সোমেন মজুমদার র্যাব-৯, সিলেট স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার দুপুর দেড়টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের প্রধান গেটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব।
আটককৃত মো. শফিউল্ল্যাহ (৪৫) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার জয়পুরা এলাকার বাসিন্দা।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘ দিন যাবৎ ভিন্ন ভিন্ন পরিচয়পত্র (আইডি) ও মুঠোফোন নম্বর ব্যবহার করে টিকেট সংগ্রহ করে চড়া দামে জনসাধারণের কাছে বিক্রি করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। বিশেষ করে কাউন্টারে টিকিট সংকটের সুবিধা কাজে লাগিয়ে এই কালোবাজারি চক্র কিছু দিন ধরে বেশ সক্রিয়। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি গোয়েন্দা দল নিরবচ্ছিন্ন ভাবে গোয়েন্দা নজরদারী চালিয়ে আসছিল এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের প্রধান গেটের সামনে অভিযান চালিয়ে অনলাইন টিকিটসহ মো. শফিউল্ল্যাহকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত শফিউল্ল্যাহ রেলের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগেও ২০১৬ সালের ১৬ মার্চ আগাম টিকিটসহ মো. শফিউল্ল্যাহকে আটক করা হয়েছিল। শ্রীমঙ্গল রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মামলা রুজু হয়।