সিলেটে গভীর রাতে সড়ক দুর্ঘটনায় গেল যুবকের প্রাণ
নিউজ ডেস্কঃসিলেটে ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৫ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধোপাগুল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মোস্তাক আহমদ (৩০)। তিনি গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বহর গ্রামের দুলাল মিয়ার একমাত্র ছেলে।জানা যায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে দ্রুত গতিতে আসা ট্রাক (ঢাকা মেট্রো- ট- ২২-৮৬৬৫) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় অপর দিক থেকে আসা সিএনজি (সিলেট থ ১১-৬৬৩২) এর। ঘটনাস্থলেই প্রাণ হারান মোস্তাক।
এ ঘটনায় অটোরিকশা চালক জাহাঙ্গীর গুরুতর আহত হয়েছেন। আহত বাকিদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানায় গোয়াইনঘাট থানা পুলিশ।