বিয়ানীবাজার সংবাদ

কাউন্সিলর পদপ্রার্থী এহসানুল ইসলামের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি ঃ বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সমাজ সেবক ও ক্রীড়াবিদ এহসানুল ইসলামের আয়োজনে পৌরসভার ৬নং ওয়ার্ড বৃহত্তর ফতেহপুর, দাসগ্রামের সর্বস্থরের মানুষ নিয়ে গতকাল সোমবার তার নিজ বাড়িতে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় ইফতার ও দোয়া মাহফিলে ৬ নং ওয়ার্ডের প্রায় চার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আহমেদ হোসেন বাবুল সাংবাদিক মাসুম আহমেদ, পলাশ আফজাল সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

এ সময় এহসানুল ইসলাম সকলের উদ্দেশ্যে বলেন, আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন আজকে সকলকে একত্রে করার। আমার ডাকে সাড়া দিয়ে আপনারা সবাই এসেছেন এতে আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আমি আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই। আপনাদের দোয়াতে আমাকে রাখবেন।

Back to top button