বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন ১৫ জুন

বিয়ানীবাজার টাইমসঃ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বিয়ানীবাজার সহ ছয়টি পৌরসভা,কুমিল্লা সিটি কর্পোরেশন ও ১৩৫টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (২৫ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। কমিশন সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

সচিব বলেন, স্থানীয় সরকারের এসব নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।

সচিব আরও বলেন, গোপালগঞ্জ, মোকসেদপুর, সিলেটের বিয়ানীবাজার, রাঙ্গামাটির বাঘাইছড়ি, মেহেরপুরের মেহেরপুর, ঝিনাইদাহের ঝিনাইদাহ পৌরসভায় ভোট হবে ইভিএম এর মাধ্যমে।

Back to top button