সিলেট

মৃত্যুর আগে ছাত্রদল নেতা কামরুল ফেসবুক স্ট্যাটাসে কি লিখলেন….

নিউজ ডেস্ক- মৃত্যুর দু’দিন আগে ছাত্রদল নেতা কামরুজ্জামান কামরুল তার ফেসবুক আইডিতে স্ট্যাটাসে দেন। এতে লিখেন নিজের শারিরীক অসুস্থতার কথা। দোয়া চান সকলের কাছে। তার ফেসবুক টাইমলাইন ঘুরে এমন একটি স্ট্যাটাস দেখা যাচ্ছে।

তার সেই স্ট্যাটাসে লেখা, ‘শারীরিকভাবে খুব অসুস্থ। আমার জন্য দোয়া করবেন যাতে দ্রুত সুস্ত হয়ে উটি।’

শনিবার দুপুরের দিকে তার উপশহরের ই বøকের ১ নম্বর রোডের মেস থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। ছুঁটে যান দলীয় নেতাকর্মী।

কামরুজ্জামান কামরুল সিলেট ল’ কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। তার বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে সেহরি খেয়ে নিজের রুমে শুয়েছিলেন কামরুল। শনিবার দুপুরের দিকে ওই মেসের অন্য একজন সদস্য তাকে ডাকতে গিয়ে দেখেন তার নাকমুখ দিয়ে ফেনা আসছে। নিথর পড়ে আছে লাশ। সাথে সাথে শাহপরাণ থানা পুলিশকে খবর দেয়া হয়। তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে।

Back to top button