বড়লেখা

উপশহরে ছাত্রদল নেতা বড়লেখার কামরুলের অস্বাভাবিক মৃত্যু

নিউজ ডেস্ক- সিলেট ল কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুলের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে নগরের শাহজালাল উপশহরের ই ব্লকের ১ নাম্বার রোডে ৩ নাম্বার বাসার পাঁচ তলার একটি মেসে। নিহত ছাত্রদল নেতা নাম বড়লেখা উপজেলার বর্নি মনারাই গ্রামের শাহাব উদ্দিনের ছেলে ও সিলেট ল কলেজের শিক্ষার্থী।

শনিবার সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এর আগে দিনের কোন এক সময় ওই ছাত্রদল নেতার মৃত্যু হয়।

এদিকে ছাত্রদলের নেতার মৃত্যুকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। তার মৃত্যু স্বাভাবিক না অস্বাভাবিক এ নিয়ে শুরু হয়েছে কানাঘুঁষা। নিহতের বোন ফাহমিদা আক্তারের দাবী, তার ভাইকে পরিকল্পিত ভাবে কে বা কারা হত্যা করেছে। তবে পুলিশ বলছে, প্রাথমিকভাবে বুঝাচ্ছে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। এরপরও ঘটনাটি খতিয়ে দেখছে বলে পুলিশ জানিয়েছে।

এ ব্যাপারে শাহপরাণ থানার ওসি আনিসুর রহমান দৈনিক জালালাবাদকে বলেন, গতরাতে কামরুল সেহরি খাওয়ার সময়ও স্বাভাবিক ছিলেন। শনিবার দুপুর দু’টোর দিকে মেসের জুনিয়র একজন বাড়ি যাওয়ার জন্য তাকে বলে যেতে তার রুমে প্রবেশ করলে কামরুলের নাক ও মুখে ফেনা দেখতে পান। পরে পুলিশকে জানানো হয়।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছে। যদি নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে পুলিশ তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করবে।

এদিকে ছাত্রদল নেতা নাম কামরুজ্জামান কামরুলের মৃত্যু খবর পেয়ে বাসায় ছুঁটে যান সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদসহ বিএনপি, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শোকপ্রকাশ : সিলেট ল কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুলের অকাল মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।

নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, মেধাবী ছাত্রনেতা কামরুজ্জামান কামরুল ছিলেন জাতীয়তাবাদী আদর্শের পরীক্ষিত ছাত্র সৈনিক। তিনি আজীবন জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করে গেছেন। তার আকস্মিক মৃত্যুকে আমরা একজন সক্রিয় ছাত্রনেতাকে হারালাম। আল্লাহ মরহুম কামরুজ্জামান কামরুলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।

Back to top button